আগরতলা, ৪ নভেম্বর (হি.স.) : রবিবার সাপ্তাহিক ছুটির দিন আগরতলার রাজপথ দাপিয়ে বেড়ালেন বিশ্বহিন্দু পরিষদের মহিলা সংগঠন মাতৃশক্তি ও দুর্গা বাহিনী।
এদিন দুপুরে সংগঠনের সদস্যরা এক শোভাযাত্রার আয়োজন করেন। রাজধানীর ক্ষুদিরাম বসু স্মৃতি স্কুলের ময়দান থেকে শোভাযাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন রাজপথ পরিক্রমা করে। সব শেষে শোভাযাত্রাটি রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে এসে শেষ হয়।
এদিন রাজ্যের আটটি জেলা থেকে প্রায় চার হাজার মহিলা শোভাযাত্রায় যোগ দেন। শোভাযাত্রায় মহিলারা তলোয়ার নিয়ে শামিল হয়েছিলেন। আজকের শোভাযাত্রায় দুর্গা বাহিনীর সর্বভারতীয় সভানেত্রী প্রজ্ঞা মহালাও অংশগ্রহণ করেছেন। প্রজ্ঞা মহালা জানান, ত্রিপুরার মাতৃশক্তিকে জাগানোর জন্য এই শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। এছাড়া ত্রিপুরা প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদিকা প্রতিমা ভৌমিকও শোভাযাত্রায় অংশগ্রহণ করেছিলেন।