পাথারকান্দি (অসম), ৪ নভেম্বর, (হি.স.) : অসম এবং ত্রিপুরার ত্রাস কুখ্যাত খুনি তাহির সুলতানকে গ্রেফতার করেছে বাজারিছড়া পুলিশ। শনিবার গভীর রাতে বাজারিছড়া থানার অন্তর্গত কাঁঠালতলি গ্রামে তার বাড়ি থেকে তাকে গ্রেফতার করেছেন ওসি গৌতম দাস ও তাঁর দল। তবে তদন্তের স্বার্থে ধৃতকে আজ রবিবার উত্তর ত্রিপুরার কৈলাসহর পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। বাজারিছড়া থানার ওসি গৌতম দাস জানান, কাঁঠালতলি গ্রামের জনৈক মুজিবুর রহমানের বছর ২০-এ ছেলে তাহির সুলতান এই বয়সে অপরাধ জগতের খাতায় নাম লিখিযে প্রতিবেশী রাজ্যে ত্রাস সৃষ্টি করেছিল। ধৃত তাহির একদিকে যেমন পাকা গাড়িচোর, অন্যদিকে একজন ভাড়াটে খুনিও। এত অল্প বয়সে দাগি অপরাধীর খাতায় নাম লিখিয়ে সে পুলিশকে ধন্ধে ফেলেছিল। তার অপরাধী সাম্রাজ্য অসম ছাড়াও পড়শি ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, মেঘালয়ে বিস্তৃত। ওই সব রাজ্য পুলিশের খাতায়ও তার নামে একাধিক মামলা রয়ছে। ওসি জানান, এক রাজ্যে অপরাধ করে অন্য রাজ্যে আত্মগোপন করে থাকত তাহির। সম্প্রতি তার নামে ত্রিপুরার কৈলাসহর থানায় মটর বাইক চুরির মামলা দায়ের হলে তাকে হন্যে হয়ে খুঁজছিল পুলিশ। সেই সুত্রে এক গোপন তথ্যের ভিত্তিতে গতকাল রাতে তার বাড়িতে হানা তাকে ধরা হয়েছে।
এদিকে, কৈলাসহর থানার ওসি সৌগত চাকমা জানান, তাহির এবং তার সাগরেদরা ত্রিপুরায় একাধিক অপরাধ করে পালিয়ে বেড়াচ্ছিল। তাদের নামে খুন, অপহরণ, রাহাজানি, চুরি ইত্যাদির মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে কেব কৈলাসহর নয়, কুমারঘাট থানায়ও ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির ৩০২/২০১ ধারায় ১৫/১৮ নম্দরে মামলা রুজু আছে। তাহির সুলতানের হাতে ত্রিপুরার দুই মটরচালকও খুন হয়েছিলেন বলে জানান কৈলাসহরের ওসি সৌগত চাকমা।
2018-11-05