
বৃহস্পতিবার সন্ধ্যায় অসমের তিনসুকিয়া জেলার খেরবাড়িতে গুলি করে হত্যা করা হয় পাঁচ বাঙালি যুবককে| সন্দেহের তির যায় আলফ (আই)-র দিকে| পরে আলফা (আই) ওই ঘটনার দায় অস্বীকার করায় আরও ঘোরালো হচ্ছে পরিস্থিতি| অসমের পাঁচজন বাঙালি যুবকের মৃতু্যর ঘটনায় অত্যন্ত ক্ষুব্ধ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| অসম ঘটনার প্রতিবাদে শুক্রবার শিলিগুড়ি ও কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে মিছিল করবে তৃণমূল কংগ্রেস|