ভ্রষ্টাচার মেটাও এক নতুন ভারত বানাও, স্লোগানে শুরু পুলিশ সপ্তাহ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ অক্টোবর৷৷ পুলিশ সতর্কতা এ সচেতনতা সপ্তাহ ২০১৮ শুরু হল সোমবার৷ এদিন দুপুরে আগরতলা আখাউড়া রোডের ত্রিপুরা পুলিসের প্রধান কার্যালয়ে শুরু হয়েছে এই কর্মসূচি৷

এদিন বিভিন্ন স্তরের পুলিশ কর্মকর্তাদের এ বিষয়ে শপথবাক্য পাঠ করান ত্রিপুরা পুলিশের মহানির্দেশক একে শুক্লা৷ শপথবাক্য পাঠ করানোর পর ডিজিপি সংবাদ মাধ্যমকে জানান, এ বছরের এই সপ্তাহ পালনের স্লোগান হল ভ্রষ্টাচার মোটাও এক নতুন ভারত বানাও৷ দেশের সকল মানুষের কাজকর্ম যাতে সঠিক এবং দুর্নীতিমুক্ত হয় এ ব্যাপারে রাজ্যের পুলিশ প্রশাসন জোর দিয়েছে বলেও জানান তিনি৷ ত্রিপুরায় নতুন সরকার আসায় নতুন কর্মযজ্ঞ শুরু হয়েচে বলে ডিজিপি উল্লেখ করেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *