ওয়েলিংটন, ৩০ অক্টোবর (হি.স.): শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল নিউজিল্যান্ড। তীব্র ভূকম্পন অনুভূত হয়েছে নিউজিল্যান্ডের রাজধানী
ওয়েলিংটন, উত্তর আইল্যান্ড এবং দক্ষিণ আইল্যান্ডে। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.২। জোরালো ভূকম্পন সত্ত্বেও এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতি বা প্রাণহানির কোনও খবর পাওয়া যায়নি। ভূকম্পন অনুভূত হওয়া মাত্রই কেঁপে ওঠে ঘর-বাড়ি। আতঙ্কে-প্রাণভয়ে বহু মানুষ ঘর-বাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। প্রশাসন সূত্রের খবর, প্রায় ১৫,০০০ মানুষ ভূকম্পন টের পেয়েছেন। জোরালো ভূকম্পন সত্ত্বেও সুনামি সতর্কতা জারি করা হয়নি।
![](https://jagarantripura.com/wp-content/uploads/2016/11/earth-quake-300x225.jpg)
প্রশাসন সূত্রের খবর, স্থানীয় সময় অনুযায়ী বিকেল ৩.১৩ মিনিট নাগাদ ৬.২ তীব্রতার ভূকম্পন অনুভূত হয় নিউজিল্যান্ডের তাউমারুনুই থেকে ২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, ভূপৃষ্ঠের ১৬৫ কিলোমিটার গভীরে। তীব্র ভূকম্পন অনুভূত হয়েছে নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটন, উত্তর আইল্যান্ড এবং দক্ষিণ আইল্যান্ডে। প্রায় ৩০ সেকেন্ড কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের জেরে সংসদের কাজ সাময়িকের জন্য বন্ধ হয়ে যায়। তবে, শক্তিশালী ভূকম্পন সত্ত্বেও ক্ষয়ক্ষতি বা প্রাণহানির কোনও খবর পাওয়া যায়নি। জারি করা হয়নি সুনামি সতর্কতা।