নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ অক্টোবর৷৷ নতুন সরকারের প্রতিষ্ঠিত হওয়ার পর রাজ্যের আইন শৃঙ্খলা এবং নেশা বিরোধী অভিযানে পুলিশ দফতরের সাফল্যের খতিয়ান সোমবার পেশ করলেন পুলিশ মহানির্দেশক এক শুক্লা৷ তিনি জানান, নতুন সরকার গঠিত হওয়ার পর গত সাত মাসে ৫৫ হাজার কেজি গাঁজা বাজেয়াপ্ত করেছে রাজ্য পুলিশ৷ এটা একটা রেকর্ড বা ইতিহাস৷ তিনি বলেন, এক্ষেত্রে ৩০০ এর উপর মামলা হয়েছে৷ গ্রেফতার করা হয়েছে তিন শতাধিক নেশা কারবারিকে৷ ত্রিপুরার ক্ষমতায় এসে নতুন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব পুলিশ দফতর এবং সংশ্লিষ্ট কর্মীদের স্বচ্ছতার উপর বিশেষ নির্দেস দিয়েছিলেন৷ সে অনুযায়ী কাজও হচ্ছে৷ তিনি বলেন, তাঁর দফতরে নিয়োগে এবং টেন্ডারিঙের ক্ষেত্রে স্বচ্ছতা বজার রাখা হচ্ছে, বলেছেন রাজ্যের পুলিশ মহানির্দেশক একে শুক্লা৷
এখানে উল্লেখ করা যেতে পারে, রাজ্যে বিপ্লব কুমার দেব নেতৃত্বাধীন বিজেপি জোট সরকার গঠনের পর লাগাতার নেশা বিরোধী অভিযান চালিয়েছে রাজ্যের পুলিশ প্রশাসন৷ প্রায় প্রতিদিনই এ ব্যাপারে সাফল্য পাচ্ছে ত্রিপুরা পুলিশ৷ মুখ্যমন্ত্রী বিপ্লব দেব ক্ষমতা গ্রহণের পর ত্রিপুরাকে নেশামুক্ত রাজ্য গড়ার স্লোগান তুলেছিলেন৷ এরই পরিপ্রেক্ষিতে প্রায় প্রতিদিন রাজ্যের নানা প্রান্তে গাঁজা, হেরোইনের মতো নেশা সামগ্রী বাজেয়াপ্ত করা হচ্ছে৷ এদিকে, পুলিশের নেশা বিরোধী অভিযান জারি রয়েছে৷ রবিবার গভীর রাতে নেশা বিরোধী অভিযানে সাফল্য পেয়েছে যাত্রাপুর থানার পুলিশ৷ জানা গেছে, গোপন খবরের ভিত্তিতে রবিবার গভীর রাতে যাত্রাপুর থানার পুলিশ অভিযান চালিয়ে ২৫ বছর বয়সি সুকান্ত দাস নামে এক যুবককে গ্রেপ্তার করেছে৷ ধৃত যুবক নাকি দীর্ঘদিন ধরে নেশা কারবারের সাথে যুক্ত৷
পুলিশ জানিয়েছে, সে কয়েক বছর ধরে বাইকে করে শুকনো গাঁডা পাচার করতো৷ দীর্ঘদিন ধরে পুলিশ তাকে ধরার চেষ্টা করেছিল৷ কিন্তু কিছুতেই তাকে ধরা সম্ভব হচ্ছিল না৷ শেষমেশ গোপন খবরের ভিত্তিতে রবিবার রাতে বাঁশপুকুর এলাকায় ওত পেতে বসেছিল৷ পুলিশের গতিবিধি টের পেয়ে নেশা কারবারি সুকান্ত দাস পালিয়ে যাওয়ার চেষ্টা করে৷ পুলিশও তার পিছু ধাওয়া করে৷ কিন্তু, ততক্ষণে ওই পাচারাকরী অবস্থা বেগতিক বুঝে রাস্তায় দুই বস্তা শুকনো গাঁজা ফেলে দিয়ে জঙ্গলে গা ঢাকা দেয়৷ যদিও পরে পুলিশ নেশা কারবারি দাসকে গ্রেপ্তার করতে সক্ষম হয়৷ পুলিশ বাইক এবং দুই বস্তা শুকনো গাঁজাও উদ্ধার করে৷ যাত্রাপুর থানার পুলিশ জানিয়েছে, এ ধরনের অভিযান আগামীদিনেও জারি থাকবে৷