আলোক ভর্মাই প্রধান ঃ সিবিআই

নয়াদিল্লি, ২৫ অক্টোবর৷৷ সিবিআই প্রধানের পদে এখনও আলোক ভর্মাই রয়েছেন৷ শুধু তাই নয়, বিশেষ অধিকর্তা পদেও রাকেশ আস্থানাই আছেন৷

আলোক ভর্মা (বাঁয়ে), এম নাগেশ্বর রাও (মধ্যে) এবং রাকেশ আস্তানা (ডানে)৷

এম নাগেশ্বর রাওকে অন্তবর্তীকালিন অধিকর্তা হিসেবে নিযুক্তি দিয়েছে সিবিসি৷ শুক্রবার অপসারিত সিবিআই প্রধান আলোক ভর্মার দায়ের করা মামলা সুপ্রিমকোর্টে শুনানির প্রাক্ সন্ধ্যায় এই দাবি করেছে দেশের প্রধান তদন্তকারী সংস্থা সিবিআই৷

সিবিআইতে অন্তবর্তী দ্বন্ধের ফলে সারা দেশে এই তদন্তকারী সংস্থাকে নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে৷ দুর্নীতির অভিযোগ পাল্টা অভিযোগকে ঘিরে কলঙ্কিত হয়েছে সিবিআই৷ ডেমেজ কন্ট্রোলে তড়িঘড়ি আলোক ভর্মা এবং রাকেশ আস্থানাকে ছুটিতে পাঠানো হয়েছে৷ কেন্দ্রের দাবি, সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনের সুপারিশে তাদেরকে ছুটি পাঠানো হয়েছে৷ তাতে, দুই পক্ষের অভিযোগের তদন্তে নিরপেক্ষতা বজায় রাখা সম্ভব হবে৷ কিন্তু, জোর করে ছুটিতে পাঠানো হয়েছে এই অভিযোগ এনে সিবিআই প্রধান আলোক ভর্মা সুপ্রিমকোর্টের দ্বারস্থ হয়েছেন৷ শুক্রবার তাঁর দায়ের করা মামলায় শুনানি হবে৷ বিরোধীরা এই ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে ঘিরে ধরার উদ্যোগ নিয়েছে৷ বিরোধীদের কথায়, সিবিআইতে মধ্যরাতে নাটকীয় অভূ্যত্থান হয়েছে৷ মঙ্গলবার মধ্যরাতে সিবিআইয়ের দুই শীর্ষ আধিকারিককে ছুটিতে পাঠান অন্তবর্তীকালীন অধিকর্তা এম নাগেশ্বর রাও৷ ওই দিনই রাত আনুমানিক ১০টা নাগাদ সিবিআই দফতরে গিয়ে দায়িত্বভার গ্রহণ করেন৷ এরপরই তিনি অধিকর্তা আলোক ভর্মা এবং বিশেষ অধিকর্তা রাকেশ আস্থানাকে ছুটিতে পাঠান৷ শুধু তাই নয়, সিবিআইএর আরো ১১জন আধিকারিককে বদলির নির্দেশ জারি করেন৷

এই ঘটনায় সারা দেশে তোলপাড় শুরু  হয়ে যায়৷ বিভিন্ন রাজনৈতিক দল কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কোমর বেঁধে মাঠে নেমে পরে৷ বৃহস্পতিবার সিবিআইএর পক্ষ থেকে জানানো হয়েছে, সিবিআই এর প্রধান এখনও আলোক ভর্মাই আছেন৷ বিশেষ অধিকর্তা পদে রাকেশ আস্থানাই রয়েছেন৷ তাদের শুধুই ছুটিতে পাঠানো হয়েছে৷ কারণ, দুর্নীতির অভিযোগ পাল্টা অভিযোগ করেছেন দুজনেই৷ তাই, সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনের সুপারিশ মেনেই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে৷ সিবিআইএর দাবি, আলোক ভর্মা এবং রাকেশ আস্থানা এখন কোনও দায়িত্ব পালন করতে পারবেন না৷ তাদের হাতে এখন সেই ক্ষমতা নেই৷ কিন্তু, তাদেরকে পদ থেকে সড়ানো হয়নি৷ সিবিআইয়ের গরিমা রক্ষায় এই পদক্ষেপ খুবই জরুরি ছিল বলে দাবি দেশের প্রধান তদন্তকারী সংস্থার৷

তবে, শুক্রবার আদালতে এই যুুক্তি কতটা গুরুত্ব পাবে তা নিয়ে বিতর্ক রয়েছে৷ আলোক ভর্মার দাবি, মেয়াদকাল সম্পূর্ণ হওয়ার আগে কোনও ভাবেই সিবিআই প্রধানকে পদ থেকে সরানো যায়না৷ অন্তবর্তীকালীন অধিকর্তা পদে এম নাগেশ্বর রাও’র নিযুক্তিকেও তিনি চ্যালেঞ্জ জানিয়েছেন৷

আলোক বার্মা অপসারণ কাণ্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে রাজনৈতিক আক্রমণ অব্যাহত রাখলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি৷ বৃহস্পতিবার বিকেলে দিল্লিতে দলীয় কার্যালয়ে সাংবাদিকদের হয়ে রাহুল গান্ধি বলেন, ‘আলোক বার্মাকে অপসারণ করে সংবিধান, প্রধানবিচারপতি এবং দেশের জনগণকে অপমাণ করা হয়েছে৷ রাফাল দুর্নীতি সংক্রান্ত বিষয়গুলিকে ধামাচাপা দেওয়ার জন্য এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে৷ প্রধানমন্ত্রী জানে রাফাল সংক্রান্ত তদন্ত তাঁকে ধবংস করে দিতে পারে৷ আলোক বার্মা অপসারণের নির্দেশকে অবৈধ এবং অপরাধমূলক হিসাবে আখ্যা দিয়েছেন রাহুল গান্ধি৷ রাফাল নিয়ে বলতে গিয়ে রাহুল গান্ধি বলেন, গোটা দেশের মানুষ জানে রাফাল নিয়ে তদন্ত করছে সিবিআই৷ আর সেই কারণেই সিবিআই ডিরেক্টরকে অপসারণ করে দেওয়া হয়েছে৷ উল্লেখনীয়, সিবিআই ডিরেক্টর পদ থেকে আলোক বার্মা এবং স্পেশাল ডিরেক্টর পদ থেকে রাকেশ আস্থানাকে অপসারিত করে দ্যেয়া হয়েছে৷ যতদিন তাদের বিরুদ্ধে তদন্ত চলবে ততদিন পর্যন্ত তারা ছুটিতে থাকবে৷ সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনের সুপারিশ মেনে  বুধবার এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা৷

এদিকে, সিবিআই এর অব্যন্তরীণ বিতর্কে সরকার বিরোধী চক্রান্ত দেখছেন বিজেপি নেতা তথা বর্ষীয়ান রাজনীতিবিদ সুব্রহ্মনিয়াম স্বামী৷ চারজনের গ্যাং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে কাজ করছে৷ বিজেপি’র ভাবমূর্তি নষ্ট করার জন্য এই কাজ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি৷

বৃহস্পতিবার সুব্রহ্মনিয়ম স্বামী জানিয়েছেন, চারজনের গ্যাং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে কাজ করছে৷ বিজেপির ভাবমূর্তি নষ্ট করার জন্য কাজ করা হচ্ছে৷ নীরব মোদি, চোকসি, মালিায় পালিয়ে গিয়েছে৷ এরকম চলতে থাকলে কি করে আমরা দুর্নীতির বিরুদ্ধে লড়ব৷ আমি এখনও প্রধানমন্ত্রীর সমর্থক৷ তিনি সেরা৷ কিন্তু তার সহযোগীরা তার বিরুদ্ধে কাজ করে চলেছে৷

কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি দাবি করেছিলেন রাফাল দুর্নীতি ধামাচাপা দিতে গিয়ে সিবিআই ডিরেক্টর পদ থেকে অপসারণ করা হয়েছে আলোক বার্মাকে৷ কংগ্রেস সভাপতির দাবিকে নস্যাৎ করে দিয়ে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভরেকর বলেন, গুরুত্ব ফিরে পাওয়ার সমস্ত রকমের আশা হারিয়ে ফেলেছে কংগ্রেস৷ রাফাল চুক্তি নিয়ে প্রতিদিন নতুন করে মিথ্যা উৎপাদন করে চলেছে রাহুল গান্ধি৷ রাহুল গান্ধি এখন ভ্রমের মধ্যে রয়েছে৷ ভারতীয় জনগণ তার থেকে অনেক বেশি পরিপক্ক৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *