নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ অক্টোবর৷৷ গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে নেশা বিরোধী অভিযানে আবারও সাফল্য পেল পুলিশ৷ ২১ কৌটা ব্রাউন সুগার উদ্ধার করেছে ইরানী থানার পুলিশ৷ জানা গিয়েছে, গোপন খবরের ভিত্তিতে কৈলাসহরের লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের জনৈক রাহুল মালাকার নামের এক যুবকের ঘর থেকে এই ব্রাউন সুদার উদ্ধার করা হয়েছে৷ ব্রাউন সুগার উদ্ধার করা গেলেও অভিযুক্ত রাহুল মালাকারকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ৷ পুলিশী অভিযানের আঁচ পেয়ে রাহুল বাড়ি থেকে পালিয়ে গা ঢাকা দেয়৷ ইরানী থানার পুলিশ বাড়িটিকে ঘিরে ফেলে অভিযান চালায়৷ যুবককে গ্রেপ্তার করার জন্য বিভিন্ন স্থানে তল্লাসি অভিযান জারি রেখেছে পুলিশ৷ পুলিশ জানিয়েছে, দীর্ঘদিন ধরেই ব্রাউন সুগারের ব্যবসার সাথে জড়িত ছিল এই ব্যবসায়ী৷ এদিকে, স্থানীয় জনগণের বক্তব্য পুলিশ যদি তাদের বিরুদ্ধে অভিযান আরও সক্রিয় করে তুলে তাহলে নেশা কারবার বন্ধ করা সম্ভব হবে৷
2018-10-23