মি টু ঝড়ের ধাক্কায় ইন্ডিয়ান আইডল ১০-এর বিচারক পদ খোয়া গেল সুরকার অনু মালিকের

মুম্বই, ২১ অক্টোবর (হি.স.) : এবার মি টু ঝড়ের গানের রিয়ালিটি শো ইন্ডিয়ান আইডল ১০-এর বিচারক বলিউডের প্রখ্যাত সুরকার অনু মালিকের পদ খোয়া গেল। তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার বিবিধ অভিযোগ ওঠায় তাঁকে ইন্ডিয়ান আইডল ১০-এর বিচারকের পদ ছেড়ে দিতে বলা হয়েছে। সূত্রের দাবি, ‘অনু মালিকের বিরুদ্ধে পরপর যৌন হেনস্থার অভিযোগ ওঠায় ইন্ডিয়ান আইডলের বিচারক পদ থেকে তাঁকে সরে যাওয়ার কথা বলা হয়েছে। তিনি আর কোনও এপিসোডে শ্যুটিং করবেন না। সোমবার থেকেই তাঁর সব শ্যুটিং বন্ধ।’
অনু মালিকের বিরুদ্ধে গায়িকা সোনা মহাপাত্র ও শ্বেতা পণ্ডিত-সহ চার মহিলা যৌন হেনস্থার অভিযোগ আনার পর মুখ খুললেন ইন্ডিয়ান আইডলের প্রাক্তন প্রযোজক দানিকা ডিসুজা। তিনি জানিয়েছেন, ইন্ডিয়ান আইডল ফাইভের সময় আরও দুই মহিলার একই অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হয়েছিল। বর্তমানে নিউ ইয়র্কের অধিবাসী দানিকা জানিয়েছেন, ‘ঘটনাটি ঘটে কলকাতায়। সাউন্ড বাইট তোলার জন্য একজন ক্যামেরাম্যান ও অনু মালিককে একটি গাড়িতে নিয়ে বেরিয়েছিলেন আমাদেরই এক সহকর্মী। তিনি যখন ফেরেন, তখন তাঁকে বিধ্বস্ত দেখাচ্ছিল। তিনি আমাদের তাঁর তিক্ত অভিজ্ঞতার বিবরণ দেন। তিনি বলেন, কাজ শেষ করে ফেরার সময় গাড়িতে আচমকা তাঁর থাইতে হাত দেন অনু। মেয়েটি চমকে গিয়েছিল। সামনের আসনে বসে থাকা ক্যামেরাম্যান কিছু বুঝতেই পারেননি।’
সেটে অনু মালিক মহিলাদের সঙ্গে একটু বেশিই ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করতেন বলেও অভিযোগ দানিকার। তাঁর দাবি, অনু হামেশাই মহিলাদের জড়িয়ে ধরতেন, কাছে টেনে নিতেন। চ্যানেল ও নির্মাতারা মহিলাদের প্রতি অনুর এই আচরণের কথা খুব ভালো ভাবে জানলেও কেন এতদিন তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি তাতে স্তম্ভিত দানিকা।
তবে তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন প্রবীণ সুরকার। তাঁর পাশে দাঁড়িয়েছেন গীতিকার সমীর অঞ্জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *