জয়পুর, ২১ অক্টোবর (হি.স.) : ধর্ষকদের হাত থেকে বাঁচতে চারতলার বারান্দা থেকে ঝাঁপ দিলেন ৩২ বছর বয়সী এক মহিলা। গুরুতর আহত হলেও আপাতত প্রাণের আশঙ্কা নেই তাঁর। শনিবার ঘটনাটি ঘটেছে রাজস্থানের জয়পুরের মোহনা অঞ্চলে। দুই অভিযুক্তের খোঁজ চলছে। পুলিশ সূত্রে খবর, শনিবার ভোর তিনটের সময় ওই মহিলার চিৎকারে ঘুম ভেঙে যায় ফ্ল্যাটের বাসিন্দাদের। অনেকে সে সময় প্রাতঃভ্রমণের জন্য তৈরিও হচ্ছিলেন। স্থানীয়রা দ্রুত নীচে এসে মহিলাকে আহত অবস্থায় উদ্ধার করে জয়পুরিয়া হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসার আগে অভিযুক্তরা পালিয়ে যায়।
দিল্লির বাসিন্দা ওই মহিলার বাড়ি নেপালে। দুই অভিযুক্তের মধ্যে এক জনের সঙ্গে তার সম্পর্ক ছিল। মাঝে মধ্যে তাঁকে ওই ব্যক্তির সঙ্গে ফ্ল্যাটে দেখা যেত এমনটাই জানিয়েছেন ফ্ল্যাটের বাসিন্দারা। গত শুক্রবার সন্ধ্যায় তিনি ওই ব্যক্তির সঙ্গে ফ্ল্যাটে আসেন। মাঝ রাতে ওই ব্যক্তির আরও এক সঙ্গী ফ্ল্যাটে আসেন। মহিলা জানিয়েছেন, এক জনের সঙ্গে তাঁর শারীরিক সম্পর্ক থাকলেও দ্বিতীয় ব্যক্তি তাঁকে ধর্ষণের চেষ্টা করতে তিনি বাধা দেন। এতে মহিলার সঙ্গীটিও খেপে যান। দুজন মিলে তাঁকে ধর্ষণের চেষ্টা করেন। অ্যাসিস্ট্যান্ট কমিশনার কে কে অবস্থি জানিয়েছেন, অভিযুক্তদের তল্লাশি চলছে। তাদের শনাক্ত করা হয়েছে। ভারতীয় দণ্ডবিধির ধারা অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।