নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ অক্টোবর৷৷ শহরের বেনজির এক ব্যাংক কেলেংকারির ঘটনা ঘটেছে। নর্থইস্ট ফিনান্স ব্যাংকের মহিলা ম্যানেজারের বিরুদ্ধে ১৭ লক্ষ টাকা গায়েবের অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট অভিযোগে নর্থইস্ট ফিনান্স ব্যাংকের মহিলা ম্যানেজারের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
জানা গেছে, এতদিন নর্থইস্ট ফিনান্স ব্যাংকের মহিলা ম্যানেজারের বিরুদ্ধে টাকা নয়ছয়ের কোনও অভিযোগ উঠেনি। কিন্তু বর্তমানে আচমকা তাঁর বিরুদ্ধে টাকা নয়ছয় করার অভিযোগে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, এ ব্যাপারে পুলিশ মামলা লিপিবদ্ধ করে তদন্ত শুরু করেছে। অভিযুক্ত মহিলা ম্যানেজারের বিরুদ্ধে পুলিশ বেশ কিছু প্রমাণও সংগ্রহ করেছে বলে জানা গেছে। পুলিশ এ বিষয়ে আরও কিছু তথ্য প্রমাণ উদ্ধার করতে পারবে বলে জানা গেছে। তার পরই তাঁকে গ্রেফতারের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলে তদন্তকারী পুলিশ আধিকারিক জানিয়েছেন।