হায়দরাবাদ, ১৪ অক্টোবর (হি.স.) : ওয়েস্ট ইন্ডিজকে ১০ উইকেটে পরাজিত করে সিরিজ ২-০ জিতে নিল ভারত। দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট নিয়েছেন উমেশ যাদব। প্রথম ইনিংসে ৮৮ রান দিয়ে ছয় উইকেট এবং দ্বিতীয় ইনিংসে ৪৫ রান দিয়ে চার উইকেট নিয়েছিলেন তিনি।
দ্বিতীয় ইনিংসে ৪৬.১ ওভারে ১২৭ রানে শেষ হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। জয়ের জন্য ৭২ রান দরকার ছিল ভারতের। ১৬.১ ওভারেই কোনও উইকেট না হারিয়ে জয় নিশ্চিত করে দুই ওপেনার পৃথ্বী শ এবং কে এল রাহুল। প্রথম টেস্টে একপেশে ফলাফলের পর দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে কিছুটা ঘুরে দাঁড়িয়েছিল দক্ষিণ আফ্রিকা। রস্টন চেজের দুর্দান্ত শতরানের উপর ভর করে সম্মানজনক রানও করে ক্যারিবিয়ানরা। প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের ৩১১ রানের জবাবে ভারত প্রথম ইনিংসে তোলে ৩৬৭ রান। তৃতীয় দিনের শুরুতে ধস নামে ভারতের ইনিংসেও। মাত্র ৫৩ রানের মধ্যেই প্যাভিলিয়নে ফেরেন ভারতের শেষ পাঁচজন ব্যাটসম্যান। প্রথম ইনিংসের নিরিখে টিম ইন্ডিয়া লিড পায় ৫৬ রানে। দ্বিতীয় ইনিংসেও দুর্দান্ত বোলিং করেন উমেশ যাদব। তিনি দখল করেন ৪ টি উইকেট। দুই ইনিংস মিলিয়ে তাঁর সংগ্রহ ১০ উইকেট। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরু থেকেই ভারতীয় বোলারদের দাপটে দাঁড়াতে পারেনি ক্যারিবিয়ানরা। তাঁদের দ্বিতীয় ইনিংস শেষ হয় মাত্র ১২৭ রানে। ক্যারিবিয়ানদের হয়ে সর্বোচ্চ ৩৮ রান করেন সুনীল অ্যাম্ব্রিস। জয়ের জন্য নির্ধারিত লক্ষ্যে পৌঁছাতে আর অসুবিধা হয়নি ভারতের। মাত্র ৪৬ ওভারেই ভারত পৌঁছে যায় লক্ষ্যে। দুই ওপেনার করেন ৩৩ রান করে।