বেঙ্গালুরু, ৭ অক্টোবর (হি.স.) : রাজস্থান, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনের ভোটের নির্ঘন্ট ঘোষণা হয়ে গিয়েছে। নির্বাচনে জেতার জন্য বিজেপি ইতিমধ্যে প্রচার শুরু করে দিয়েছে। কিন্তু জোট গড়তে গিয়ে জোড়া ধাক্কায় প্রথমেই পিছিয়ে পড়ল কংগ্রেস। বহু সমাজ পার্টি পর সমাজবাদী পার্টিও কংগ্রেসের সঙ্গে জোটে যেতে অনীহা প্রকাশ করেছে। এমন পরিস্থিতিতে ফের বিজেপি বিরোধী বৃহত্তম জোট গড়ার ডাক দিলেন বর্ষীয়ান কংগ্রেস
সাংসদ মল্লিকার্জুন খারগে।
![](https://jagarantripura.com/wp-content/uploads/2018/03/Congress-993x548-300x270.png)
রবিবার মল্লিকার্জুন খারগে বলেন, প্রতিটি রাজ্যেরই নিজস্ব রাজনৈতিক চাহিদা এবং রণকৌশল রয়েছে। আমরা সব সময় বিশ্বাস করে এসেছি যে সমভাবাপন্ন রাজনৈতিক দলগুলি ঐক্যবদ্ধ ভাবে এই সরকারকে (এনডিএ) পরাজিত করবে।
সূত্রের খবর কংগ্রেসের একাংশ মনে করছে রাজ্যেগুলির বিধানসভা নির্বাচনে সমাজবাদী পার্টি এবং বহুজন সমাজ পার্টির সঙ্গে জোট না হলেও লোকসভা নির্বাচনের সময় নিশ্চিত ভাবেই এইসব আঞ্চলিক দলগুলি কংগ্রেসের সঙ্গে হাত মেলাবে। সেদিকে নজর রেখে এমন ধরণের মন্তব্য করেছেন বর্ষীয়ান এই কংগ্রেস নেতা।