সপ্তম বেতন কমিশনের জন্য গঠিত ভার্মা কমিটির রিপোর্ট জমা পড়ল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ অক্টোবর৷৷ সপ্তম বেতন কমিশনের জন্য গঠিত ভার্মা কমিটির রিপোর্ট জমা পড়ল৷ শুক্রবার রাত সাড়ে দশটায়

শুক্রবার রাতে ৭ম বেতন কমিশন নিয়ে গঠিচ ভার্মা কমিটি রিপোর্ট জমা দিয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের কাছে৷

মহাকরণে কমিটির অন্য দুই সদস্যকে সাথে নিয়ে পি পি ভার্মা রিপোর্টটি মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের হাতে তুলে দেন৷

সপ্তম বেতন কমিশন নিয়ে বিজেপি-আইপিএফটি জোট সরকার গঠিত হওয়ার পর থেকেই অপেক্ষায় রয়েছে শিক্ষক-কর্মচারী মহল৷ জোট সরকার সপ্তম কমিশনের জন্য ভার্মা কমিটি গঠন করেছিল৷ ৯০ দিনের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার সময়সীমা স্থির করা হলেও ভার্মা কমিটির মেয়াদ দুই দফায় বৃদ্ধি করেছিল রাজ্য সরকার৷ স্বাভাবিকভাবেই সপ্তম বেতন কমিশন নিয়ে রাজ্য সরকারের ভূমিকায় প্রশ্ণ উঠতে শুরু করে৷ ফলে, চাপ ক্রমশ বাড়তে থাকে৷

মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সহ রাজ্য মন্ত্রিসভার সদস্যরা শীঘ্রই সপ্তম বেতন কমিশন দেওয়া বলে আশ্বস্ত করেছিলেন৷ গত দু’দিনে দূর্গোৎসবের আগেই সপ্তম বেতন কমিশন শিক্ষক-কর্মচারীরা পেতে চলেছেন বলে গুঞ্জন শুরু হয়৷

শুক্রবার রাজ্যে আসেন ভার্মা কমিটির চেয়ারম্যান পি পি ভার্মা৷ খসড়া রিপোর্ট নিয়ে তিনি মুখ্যমন্ত্রীর সাথে দীর্ঘ আলোচনাও করেন৷ এরপরই রাত সাড়ে দশটা নাগাদ কমিটির বাকি দুই সদস্যকে সাথে নিয়ে পি পি ভার্মা সপ্তম বেতন কমিশনের রিপোর্ট মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেন৷ গতকাল এবিষয়ে সরকারীভাবে কিছু জানানো হয়নি৷ শনিবার ভার্মা কমিটির রিপোর্ট জমা দেওয়ার বিষয়টি জনসমক্ষে আনা হয়েছে৷

ভার্মা কমিটির রিপোর্ট জমা পড়েছে খবরে শিক্ষক-কর্মচারী মহলে খুশীর হাওয়া বইতে শুরু করেছে৷ বহু প্রতিক্ষিত সপ্তম বেতন অবশেষে বাস্তব রূপ নিতে চলেছে, এমনটাই বিশ্বাস শিক্ষক-কর্মচারীদের৷ ফলে তাঁদের ধারণা, আগামী মন্ত্রিসভার বৈঠকেই হয়তো রাজ্য সরকার ভার্মা কমিটির রিপোর্ট গ্রহণ করবে৷ সেই মোতাবেক ঘোষণাও দেবে রাজ্য সরকার৷ কারণ, দূর্গোৎসবের প্রাক্ মুহুর্তে বাম্পার পুরস্কার প্রাপ্তির অপেক্ষায় দিন গুণছেন শিক্ষক-কর্মচারী মহল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *