নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ অক্টোবর৷৷ আগরতলা শহরে সমস্ত অটোতে মিটার লাগাতে চলেছে পরিবহন দপ্তর৷ কারণ, রুট পদ্ধতি তুলে দিতে চাইছে রাজ্য সরকার৷ তার বদলে, টাউন বাস পরিষেবাকে আরো সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে বিজেপি-আইপিএফটি জোট সরকার৷
পরিবহন মন্ত্রী প্রণজিৎ সিং রায়ের কথায়, অটো যাত্রীদের বহু অভিযোগ জমা পড়েছে৷ অটো পরিষেবা আগরতলায় খুবই অসন্তোষজনক৷ যাত্রী ভাড়া বাড়ানো হলেও অটো চালকদের দূর্ব্যবহারের বহু অভিযোগের কারণে অটো পরিষেবা নিয়ে নতুনভাবে ভাবতে হচ্ছে৷ তাঁর বক্তব্য, সম্প্রতি পরিবহন দপ্তরের পদস্থ আধিকারীক এবং টিআরটিসি’কে সাথে নিয়ে এসমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে৷ তাতে একাধিক বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷
পরিবহন মন্ত্রীর কথায়, খুব শীঘ্রই অটো পরিষেবার ক্ষেত্রে রুট পদ্ধতি তুলে দেওয়া হবে৷ নির্দিষ্ট রুটে অটো চলছে, মান্ধাতা আমলের এই পদ্ধতি বাতিল করে দেওয়া হবে৷ তার বদলে সমস্ত অটোতে লাগানো হবে৷ তাঁর দাবি, আগরতলা শহরে সমস্ত অটো মিটার পদ্ধতিতে পরিষেবা দেবে৷ সেক্ষেত্রে যে কোন যে কোন স্থানে যাতায়াত করতে পারবে৷ তাঁর কথায়, শহরের প্রত্যেক কোনায় নজরদারী রাখা সম্ভব নয়৷ ফলে অটো চালকদের হাতে যাত্রীরা হয়রানির শিকার হচ্ছেন, এমন বহু অভিযোগ উঠেছে৷ তাছাড়া, নির্দিষ্ট রুট দিয়ে একাধিক অটোর যাতায়াতে যানজটের সমস্যার সমাধান কররদ্ধা যাচ্ছে না৷ তাঁর বক্তব্য, আগরতলা শহরকে চট করে খোলনলচে বদলে দেওয়া সম্ভব নয়৷ এই শহরের রাস্তাঘাট ইচ্ছে করলেই বড় করা যাচ্ছে৷ তাছাড়া, শহরের অনুপাতের চুলনায় অটোর সংখ্যা অধিক হওয়ায় যানজট হচ্ছে৷
তাঁর সাফ কথা, অটো কোথাও জমায়েত হতে পারবে না৷ মিটার পদ্ধতি চালু হলে ভাড়া নিয়েও সমস্যা মিটবে বলে তিনি মনে করেন৷ পাশাপাশি যানজটও কমবে বলে তাঁর বিশ্বাস৷ তবে, নিম্নবিত্ত কিংবা মধ্যবিত্ত যাঁরা আর্থিকভাবে কিছু অসচ্ছল, অটো মিটার বসানো হলে তাঁদের যাতায়াত খরচ বাড়বে, এই সমস্যার সমাধান খুজেছে পরিবহন দপ্তর, জানালেন পরিহন মন্ত্রী৷
তাঁর কথায়, রাজ্য সরকার টাউন বাস পরিষেবাকে আরো সম্প্রসারনের পরিকল্পনা নিয়েছে৷ বর্তমানে ১৭৩টি বাস রয়েছে৷ কিন্তু, এর অধিকাংশ বাসগুলি কি অবস্থায় তা জানার জন্য অডিট শুরু হয়েছে৷ পরিবহন মন্ত্রীর বক্তব্য, অডিট রিপোর্টের অপেক্ষায় রয়েছি৷ সমস্ত বাসের হদিস পাওয়া গেলেই এবং অকেজো বাসগুলিকে সারাই করা হয়ে গেলে নতুন করে দরপত্র আহ্বান করে টাউন বাস পরিষেবা বৃহৎ পরিসরে শুরু করা হবে৷ তাঁর কথায়, টাউন বাস পরিষেবাকে শহরের প্রান্তিক অংশে পৌছে দেওয়া সম্ভব হলে শহরবাসী ভিষণভাবে উপকৃত হবেন৷
তাঁর কথায়, অটো মিটার পদ্ধতি চালুর ক্ষেত্রে আইনী প্রক্রিয়া চলছে৷ পাশাপাশি টাউন বাস পরিষেবা আরও বৃহৎ পরিসরে চালু করার জন্যই আইনী প্রক্রিয়া শুরু হয়েছে৷ তাই ধারণা করা হচ্ছে, দূর্গোৎসবের পরই সমস্ত অটোতে মিটার পদ্ধতি শুরু চালু হবে৷