দেহরাদূন,৭ অক্টোবর (হি.স.): উত্তরাখন্ডের দেহরাদূনে শুরু হয়েছে প্রথম বিনিয়োগ সম্মেলন । দুই দিনের এই বিনিয়োগ সম্মেলনে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্রর সিং রাওয়াত । একাধিক কেন্দ্রীয় মন্ত্রীও রয়েছেন।
উত্তরাখন্ডের দেহরাদূনে প্রথম বিনিয়োগ সম্মেলনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্রর সিং রাওয়াত । একাধিক কেন্দ্রীয় মন্ত্রীও রয়েছেন। দুই দিনেই এই বিনিয়োগ সম্মেলনে একাধিক দেশে বিনিয়োগকারীদের অংশ নেওয়ার কথা রহয়েছে । এই সম্মেলন নিয়ে এখন পর্যন্ত আট হাজার হাজার কোটি টাকা বিনিয়োগের চুক্তি করা হয়েছে। এর আগে, আগে রবিবার সকালে দেহরাদূন পৌঁছান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । এদিন বিমান বন্দরে তাঁকে অভ্যর্থনা জানান হরিয়ানার রাজ্যপাল বেবি রানী মৌর্য এবং প্রধানমন্ত্রীর ত্রিবেন্দ্রে সিং রাওয়াত । এর পর সেখানকার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম বিনিয়োগ সম্মেলনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী।