নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ৬ অক্টোবর৷৷ গত চার অক্টোবর চুরাইবাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনাকে কেন্দ্র করে পুলিশ বড়ো ধরনের সাফল্য পেল আজ৷ দুদিন পূর্বে ঐ চুরিকাণ্ডে জড়িত চুরাইবাড়ি থানাধীন নদীয়াপুর এলাকার জমির উদ্দিনকে সঙ্গে সঙ্গেই পাকড়াও করে৷ তাকে আইনি মোতাবেক পরদিন ধর্মনগর কোর্টে তুলার পরই পুনরায় পুলিশ রিমাণ্ডে আনা হয়৷ তিন দিনের এই রিমাণ্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হলে সে জানা, তার সঙ্গে নেজাম উদ্দিন নামে আরও এক কুখ্যাত চোর র য়েছে৷ ব তমানে নেজাম পলাতক থাকলেও চুরাইবাড়ি থানার পুলিশ আজ তার বাড়িতে তল্লাশি চালিয়ে একুশ ইঞ্চি এলইডি টিভি, দুইটি জলের মোটর, একটি হ পার, দুটি ডিজিটাল ক্যামেরা, একুশটা মোবাইল, বিদেশি টর্চ তিনটি এব দুটি পাওয়ার ব্যাঙ্ক দুটি চাকু ও দরজা ভাঙ্গার র্যাঞ্চ এবং একটি ইস্তিরি প্রভৃতি সামগ্রী উদ্ধার করতে সক্ষম হয়৷ সব মিলিয়ে প্রায় লক্ষাধিক টাকার সামগ্রী হবে বলে চুরাইবাড়ি পুলিশ জানিয়েছে৷ এদিকে, চলতি মাসের চার তারিখ চুরাইবাড়ির দুই নং ওয়ার্ডের একই রাতে দুটি বাড়িতে হানা দিয়ে নগদ অর্থ সব স্বর্ণালঙ্কার মোবাইল এবং অন্যান্য সামগ্রী নিয়ে পালিয়ে যাবার পথে দক্ষিণ ফুলবাড়ি এলাকায় গ্রামবাসীরা ঘটনাস্থলেই তাকে আটক করে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয়৷ চুরাইবাড়ি থানার পুলিশ তারই বয়ানের সূত্র ধরে অপর চোর নাজিমের বাড়িতে তল্লাশি চালায়৷ আর তাতেই এই ব্যাপক সাফল্য অর্জন করে৷
2018-10-07