নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ অক্টোবর৷৷ কলকাতায় অনুষ্ঠিত একটি সংবাদ সংস্থার অনুষ্ঠানে একনাগাড়ে ৪৫টি বুক ডন দিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ চার রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে অনুষ্ঠিত হয়েছে এই কনক্লেভ৷ কলকাতায় অনুষ্ঠিত এই কনক্লেভে যোগ দিয়ে গিয়েছিলেন ত্রিপুরা মুুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ জানা গেছে, এই কনক্লেভে চার রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ করা হয়েছিল৷ শনিবার সকালে এই অনুষ্ঠান শুরু হয়৷ অনুষ্ঠানের শুরু থেকেই মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ অনুষ্ঠানে একনাগাড়ে ৪৫টি বুকডন দেন তিনি৷ তা দেখে অনুষ্ঠানের সকলে হতবাক হয়ে যান৷
2018-10-07

