মুম্বই, ৪ অক্টোবর (হি.স.) : নির্ধারিত সময়ের আগেই আইসিআইসিআই ব্যাঙ্ক লিমিটেডের এমডি এবং সিইও-র পদ থেকে আগাম অবসর নিলেন চন্দা কোচ্চার। বৃহস্পতিবার ব্যাঙ্কের বোর্ড অফ ডিরেক্টরের বৈঠকে চন্দা কোচ্চার আগাম পদত্যাগের দাবি গৃহীত হয়।
বোর্ড অফ ডিরেক্টরের তরফ থেকে জানানো হয়েছে যে তদন্ত কমিটি গড়া হয়েছে তার কোনও পরিবর্তন হবে না। বোর্ড অফ ডিরেক্টর সদস্য পদ থেকেও চন্দা কোচ্চারকে অব্যাহতি দেওয়া হয়েছে।
আগামী পাঁচ বছরের জন্য চন্দা কোচ্চারের স্থলাভিষিক্ত হলেন সন্দীপ বক্সী। ৩রা অক্টোবর ২০২৩ সাল পর্যন্ত সন্দীপ বক্সীই আইসিআইসিআই-এর ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও পদে থাকবে। অন্যান্য সুযোগ সুবিধার কোনও রকমের পরিবর্তন হবে না।