নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ সেপ্ঢেম্বর৷৷ রবিবার সকালে যোগেন্দ্রনগর এলাকায় রেলে কাটা পড়ে গৌতম দেবানাথ নামের এক যুবকের মৃত্যু হয়েছে। জানা গেছে, যোগেন্দ্রনগর দিয়ে ট্রেনটি দ্রুতগতিতে যাচ্ছিল। এমন সমষ় যুবকটি ট্রেনের নীচে চলে আসেন। এতে তাঁর দেহ ক্ষতবিক্ষত হয়ে যায়। ঘটনা দেখে সঙ্গে-সঙ্গে প্রত্যক্ষদর্শীরা রেল পুলিশকে খবর দেন। খবর পেয়ে দ্রুত ছুটে আসে রেল পুলিশ। রেল পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে এবং তা ময়না তদন্তের জন্য হাসপাতালে নিয়ে আসে। তবে কী কারণে যুবকটি রেলের নীচে চলে আসে সে বিষয়ে এখনও কোনও স্পষ্ট কিছু জানাতে পারেনি পুলিশ। যদিও পুলিশ একটি মামলা লিপিবদ্ধ করে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।
এটা কি নিছক দুর্ঘটনা, না-আত্মহত্যা, না পেছনে অন্য কোনও কারণ আছে সেই বিষয়ে অতিসত্বর জানা যাবে বলে পুলিশ জানিয়েছে।