শিমলা, ৩১ জুলাই (হি.স.): আবারও ভূমিকম্পের আতঙ্ক| এবার মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল হিমাচল প্রদেশের কাংড়া জেলা| রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৩.১| ভূতত্ত্ববিদরা জানিয়েছেন, গভীররাত (মঙ্গলবার) ১.১৮ মিনিট নাগাদ ৩.১ তীব্রতার ভূমিকম্পে কেঁপে ওঠে হিমাচল প্রদেশের কাংড়া জেলা| ভূমিকম্পের তীব্রতা অপেক্ষাকৃত কম থাকায় ক্ষয়ক্ষতি বা প্রাণহানির কোনও খবর পাওয়া যায়নি|
হিমাচল প্রদেশের ভূতত্ত্ববিদরা জানিয়েছেন, গভীর রাত ১.১৮ মিনিট নাগাদ ৩.১ তীব্রতার মৃদু ভূমিকম্পে কেঁপে ওঠে হিমাচল প্রদেশের কাংড়া জেলা| মৃদু কম্পনে ক্ষয়ক্ষতির কোনও খবর নেই| উল্লেখ্য, গত ১০ দিনের ব্যবধানে এই নিয়ে তৃতীয়বার ভূমিকম্পে কেঁপে উঠল হিমাচল প্রদেশের কাংড়া রিজিওন| এর আগে গত ২৭ জুলাই মৃদু ভূকম্পন অনুভূত হয়েছিল কাংড়া জেলায়। তার আগে ২.৯ তীব্রতার মৃদু ভূমিকম্পে কেঁপে উঠেছিল হিমাচলের কাংড়া রিজিওন|