ফিলিপিন্সে গাড়ি বোমা বিস্ফোরণ, চারজন সাধারণ নাগরিক সহ মৃত ১০

ম্যানিলা, ৩১ জুলাই (হি.স.): সন্ত্রাসবাদী হামলায় রক্তাক্ত হল ফিলিপিন্সের বাসিলান আইল্যান্ড| জোরালো গাড়ি বোমা বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন অন্ততপক্ষে ১০ জন| স্থানীয় সময় অনুযায়ী মঙ্গলবার সকাল ৫.৫০ মিনিট নাগাদ লামিতান শহরের কলোনিয়া গ্রামের সন্নিকটে মিলিটারি চেকপয়েন্টের কাছে একটি সাদা রঙের গাড়িতে জোরালো বিস্ফোরণ হয়| প্রথমে স্থানীয় পুলিশের তরফে জানানো হয়েছিল, গাড়ি বোমা বিস্ফোরণে মৃত্যু হয়েছে ছ’জনের| পরে ঊর্ধ্বতন এক পুলিশ কর্তা জানিয়েছেন, গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা ১০| মৃতদের মধ্যে রয়েছেন একজন সৈনিক এবং চারজন সাধারণ নাগরিক|

মিলিটারি সূত্রের খবর, ঘড়ির কাঁটায় সকাল তখন ৫.৫০ মিনিট হবে, কলোনিয়া গ্রামের সন্নিকটে মিলিটারি চেকপয়েন্টের কাছে একটি সাদা রঙের গাড়িতে জোরালো বিস্ফোরণ হয়| জোরালো বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা| বিস্ফোরণে মৃত্যু হয়েছে একজন সৈনিক এবং চারজন সাধারণ নাগরিক সহ মোট ১০ জনের| এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন হামলার দায় স্বীকার করেনি|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *