পাটনা, ৩১ জুলাই (হি.স.): বিহারের রাজধানী পাটনায় নিয়ন্ত্রণ হারিয়ে গঙ্গায় পড়ে গেল যাত্রীবোঝাই একটি এসইউভি গাড়ি| ‘অভিশপ্ত’ ওই গাড়িটিতে চালক সহ মোট চারজন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে| দুর্ঘটনার পর থেকেই চারজন নিখোঁজ, ঘটনাস্থলে রয়েছে পুলিশ, ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ) এবং স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স (এসডিআরএফ)| পুলিশ সূত্রের খবর, জোর তত্পরতায় চলছে উদ্ধারকাজ| শেষ পাওয়া পাওয়া খবর অনুযায়ী, এখনও পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি চালক সহ চারজন যাত্রীকে|
পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, মঙ্গলবার সকালে পাটনার গান্ধী সেতু ব্রিজে, ৩৮ নম্বর পিলারের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় একটি এসইউভি গাড়ি, এরপর মুহূর্তের মধ্যেই যাত্রীবোঝাই এসইউভি গাড়িটি গঙ্গায় পড়ে যায়| স্থানীয় বাসিন্দাদের তত্পরতায় খবর দেওয়া হয় নিকটবর্তী থানায়| কিছুক্ষণের মধ্যেই ঘটচনাস্থলে আসে পুলিশ, এনডিআরএফ এবং এসডিআরএফ| জোর তত্পরতায় শুরু হয়েছে উদ্ধারকাজ| পদস্থ ওই পুলিশ কর্তা আরও জানিয়েছেন, ‘অভিশপ্ত’ ওই গাড়িটিতে চালক সহ মোট চারজন যাত্রী ছিলেন| শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি চালক সহ চারজন যাত্রীকে|