আর কিছুক্ষণের অপেক্ষা, পাকিস্তানের শুরু হতে চলেছে জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ

ইসলামাবাদ, ২৫ জুলাই (হি.স.): আর কিছুক্ষণের অপেক্ষা। বুধবার সকাল আটটা থেকে শুরু হতে চলেছে পাকিস্তানের একাদশতম জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ। সেই সঙ্গে এদিনই চারটি প্রদেশের আইনসভার প্রতিনিধিদের নির্বাচিত করবেন পাকিস্তানি জনতা। ভোটদান প্রক্রিয়া চলবে সন্ধ্যা ছ’টা পর্যন্ত। প্রায় ১০.৬০ কোটি ভোটার এদিন তাঁদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন। জাতীয় এবং প্রাদেশিক আইনসভার মোট ৮,৪৯টি আসনের জন্য ১২,৫৭০ জন প্রার্থীর ভাগ্য নির্ধারিত হবে।

নির্বাচনী প্রচারপর্ব চলাকালীন সন্ত্রাসবাদী হামলায় রক্তাক্ত হয়েছে পাকিস্তানে। অকালেই প্রাণ হারিয়েছেন রাজনৈতিক নেতা সহ বহু মানুষ। ভোটগ্রহণের সময়ও সন্ত্রাস হামলার আশঙ্কা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাই নিরাপত্তা অনেকটাই বাড়ানো হয়েছে। ভোটের সময় নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় সাড়ে ৪ লক্ষ পুলিশ কর্মীর পাশাপাশি ৩ লক্ষ ৩০ হাজারের বেশি সেনাবাহিনীর কর্মী মোতায়েন করা হয়েছে।