নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ২৪ জুলাই৷৷ সোমবার গভীর রাতে চুড়াইবাড়িতে বহু পুরনো এক মন্দিরে চুরির ঘটনা ঘটেছে৷ চোরের দল সর্বস্ব লুট করে নিয়ে গেছে৷ জানা গিয়েছে, চোরের দল মন্দিরের বহু মূল্যবান সামগ্রী চুরি করেছে৷ মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, চোরের দল অনেক সোনার জিনিষ চুরি করেছে৷ পাশাপাশি মন্দিরের প্রণামী বাক্স থেকে প্রচুর টাকা নিয়ে গিয়েছে৷ পরে চোরের দল প্রণামী বাক্সটি রাস্তায় ফেলে চলে যায়৷ সোমবার শেষরাতে চুড়াইবাড়ির বহু পুরনো ঠাকুর দয়ানন্দধাম আশ্রমে চুরির ঘটনাটি ঘটে৷ মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, এই ঘটনায় চুড়াইবাড়ি থানার পুলিশকে খবর দেয়া হয়৷ কিন্তু, খবর পেয়েও পুলিশ প্রায় দুই ঘন্টা পরে ঘটনাস্থলে পৌঁছে৷ এতে সাধারণ মানুষ তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন৷ পুলিশ তদন্ত শুরু করেছে৷ রাতে খবর লেখা পর্যন্ত পুলিশ চোরের দলের কোন হদিশ পায়নি৷
2018-07-25