
অনন্ত কুমারের বিশ্বাস লোকসভায় এক-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় সরকাই জয়লাভ করবে| কেন্দ্রীয় মন্ত্রী আরও জানিয়েছেন, ‘সংসদের ভিতরে এবং সংসদের বাইরেও মোদী সরকারেরই সংখ্যাগরিষ্ঠতা রয়েছে| অনাস্থা প্রস্তাবের বিরুদ্ধেই ভোট দেবে এনডিএ|’
Designed using Magazine News Byte. Powered by WordPress.