
বিএসএফ-এর ওই কর্তা আরও জানিয়েছেন, বুধবার রাতে অজনল-এ নিয়ন্ত্রণ রেখার কাঁটাতার পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশের চেষ্টা চালায় এক পাক অনুপ্রবেশকারী| নিয়ন্ত্রণ রেখা বরাবর সন্দেহজনক গতিবিধি নজরে আসতেই গুলি চালান সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-র ৭৩ ব্যাটেলিয়নের জওয়ানরা| বিএসএফ-এর গুলিতে মৃত্যু হয় ওই পাক অনুপ্রবেশকারীর| কি কারণে ওই পাক অনুপ্রবেশকারী ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশের চেষ্টা করছিল, তা খতিয়ে দেখা হচ্ছে|