
রাজনৈতিক মহল সূত্রের খবর, তেলুগু দেশম পার্টি (টিডিপি)-র আনা অনাস্থা প্রস্তাবে সম্ভবত ভোটদান থেকে বিরত থাকতে পারে এআইএডিএমকে| বৃহস্পতিবার ডিএমকে-র কার্যকরী সভাপতি এম কে স্ট্যালিন বলেছেন, ‘টিডিপি-র আনা অনাস্থা প্রস্তাবকে সমর্থণ করেছে ডিএমকে| এআইএডিএমকে-র প্রতি আমাদের অনুরোধ, এআইএডিএমকে সদস্যরাও যেন অনাস্থা প্রস্তাবকে সমর্থণ করেন|’