নয়াদিল্লি, ১৮ জুলাই (হি.স.): গোটা দেশের ২১৫টি পোস্ট অফিসে পাসপোর্ট সেবা কেন্দ্র খোলা হয়েছে। বুধবার সংসদে দাঁড়িয়ে এমনই জানালেন কেন্দ্রীয় মন্ত্রী মনোজ সিনহা। সাধারণ মানুষের স্বার্থে বিগত চার বছরে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

বিগত তিন বছরে ই-কমার্স এবং অন্যান্য ভেলু অ্যাডেড সার্ভিস থেকে পোস্ট অফিসের আয় বেড়েছে। কিন্তু পোস্ট অফিসগুলির পেমেন্ট ব্যাঙ্ক থেকে কোনও রকমের আয় বাড়েনি বলে লোকসভায় জানান কেন্দ্রীয় মন্ত্রী।
প্রসঙ্গত, পাসপোর্ট তৈরি করতে আগে সাধারণ মানুষদের জটিল প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হতো। কিন্তু বিগত চার বছরে সেই প্রক্রিয়া অনেক সরল হয়ে গিয়েছে। দেশের গ্রামাঞ্চলগুলিতে যাতে মানুষের পাসপোর্ট তৈরি করতে অসুবিধা না হয় সেই জন্য পোস্ট অফিসগুলিতে পাসপোর্ট সেবা কেন্দ্র খোলার সিদ্ধান্ত নেয় কেন্দ্র। এই প্রকল্পে এখনও পর্যন্ত গোটা দেশে ২১৫টি পোস্ট অফিসে পাসপোর্ট সেবা কেন্দ্র গড়ে তোলা হয়েছে। এতে উপকৃত হয়েছে দেশের সাধারণ মানুষ।