রাঁচি, ১৭ জুলাই (হি.স.): ঝাড়খণ্ডের পাকুড়ে আক্রান্ত হলেন বিশিষ্ট সমাজকর্মী স্বামী অগ্নিবেশ। স্বামী অগ্নিবেশকে হামলার ঘটনায় অভিযুক্ত বিজেপি-র যুব মোর্চা। এমনকি তাঁকে কালো পতাকাও দেখানো হয়। যদিও, নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে ঝাড়খন্ড বিজেপি নেতৃত্ব। এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী রঘুবর দাস। মঙ্গলবার সকালে ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি থেকে প্রায় ৩৬৫ কিলোমিটার দূরে পাকুড়ে আক্রান্ত হন বিশিষ্ট সমাজকর্মী স্বামী অগ্নিবেশ। পাকুড়ে একটি ইভেন্টে যোগ দেওয়ার কথা ছিল তাঁর, এদিন সকালে হোটেল থেকে বের হতেই তিনি আক্রান্ত হন। এমনকি কালো পতাকাও দেখানো হয়। ৮০ বছর বয়সী সমাজকর্মী স্বামী অগ্নিবেশ জানিয়েছেন, ‘আমি হিংসার বিরুদ্ধে। একজন শান্তিপ্রিয় মানুষ হিসেবে আমি পরিচিত। কি কারণে আমি আক্রান্ত হলাম, সে বিষয়ে কিছু বলতে পারব না।’
প্রাথমিক ভাবে এই ঘটনায় অভিযোগের তীর বিজেপি-র যুব মোর্চার বিরুদ্ধে। যদিও বিজেপি নেতৃত্ব নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। ঝাড়খন্ড বিজেপি-র মুখপাত্র পি শাহ্দেও জানিয়েছেন, ‘হামলাকারীদের সঙ্গে বিজেপির কোনও সম্পর্ক নেই। এই ধরণের হামলার তীব্র নিন্দা করছি আমরা। এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী রঘুবর দাস।