
প্রাথমিক ভাবে এই ঘটনায় অভিযোগের তীর বিজেপি-র যুব মোর্চার বিরুদ্ধে। যদিও বিজেপি নেতৃত্ব নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। ঝাড়খন্ড বিজেপি-র মুখপাত্র পি শাহ্দেও জানিয়েছেন, ‘হামলাকারীদের সঙ্গে বিজেপির কোনও সম্পর্ক নেই। এই ধরণের হামলার তীব্র নিন্দা করছি আমরা। এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী রঘুবর দাস।