নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৬ জুলাই৷৷ পূজার আয়োজন নিয়ে বাড়ি ফোরর পথে গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন এক বৃদ্ধ৷ আহত ব্যক্তির নাম রঞ্জীত সাহা৷ বয়স ৭২৷ এলাকাবাসীর পক্ষ থেকে জানা যায় রঞ্জীত সাহা পূজার বাজার নিয়ে বাড়ি ফেরার সময় বক্সনগর দিক থেএক াাসা একটি ছোট গাড়ি দ্রুত গতিতে এসে তাকে সজোঁড়ে ধাক্কা দেয়৷ ঘটনা বিশালগড় রঘুনাথপুর এলাকয়৷ পরবর্তী সময়ে স্থানীয়দের সহযোগিতায় আহত ব্যক্তিকে স্থানীয় মহকুমা হাসপাতালে পাঠানো হয়৷ সেখানে প্রথামিক চিকিৎসার পর তাকে জীবি হাসপাতালে রেফার করা হয়৷ যদিও পুলিশ গাড়ি সহ চালককে আটক করতে সক্ষম হয়েছে৷ আহত ব্যক্তি বিশালগড় মহিলা মোর্চার সভানেত্রী রমা সাহা এবং বিশালগড় মন্ডল যুব মোর্চার সহ সভাপতি রাজেশ সাহার পিতা৷ প্রসঙ্গত, রাজ্যে যান দূর্ঘটনা ক্রমেই বেড়ে চলেছে৷ এক্ষেত্রে ট্রাফিক পুলিশ প্রশাসনের পাশাপাশি থানার পুলিশকেও নিয়মিত রাস্তায় যানবহানের দিকে কঠোর নজরদারী রাখতে হবে৷
2018-07-17