
এদিনই প্রধানমন্ত্রীর কনভয় সভাস্থলে আসার পথে বাম কর্মীরা নিরাপত্তাবেষ্টনী ভেঙে কালো পতাকা দেখান নরেন্দ্র মোদীকে । প্রধানমন্ত্রীকে কালো পতাকা দেখান হয় মেদিনীপুর শহরের কেরানিটোলায়। প্রধানমন্ত্রী রাজ্যে পা রাখার আগে ও পরে রাস্তায় রাস্তায় আন্দোলন করে পথ চলতি মানুষকে বার্তা দিতে শুরু করেছে বামফ্রন্ট । কিছুদিন পরেই বামদলগুলি দিল্লিতে সংসদ ভবনের সামনে মোদী সরকারের বিরুধ্যে বিক্ষোভ দেখাবে । তবে রাজ্যে কর্মসূচি শুরু হবে অনেক আগেই । সীতারাম ইয়েচুরি বলেন, ‘দেশের বিভিন্ন দিকে কৃষকদের থেকে তাড়া খেয়ে বিজেপি পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কৃষকদের মন ভোলানোর জন্য পাঠিয়েছে সোমবার । আর মোদীর যাত্রাপথ সুগম করতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণ চেষ্টা করছেন । সেক্ষেত্রে ‘দিদিভাই-মোদীভাই’ রসায়ন বাংলার মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে’।