
২৮ বছরের মহম্মদ আজম হায়দরাবাদের গুগলে কাজ করতেন| সম্প্রতি গাড়ি কিনেছিলেন তিনি| কাতার থেকে আসা বন্ধু মহম্মদ সালাম ও দুই সম্পর্কিত ভাইকে নিয়ে বেরিয়েছিলেন লং ড্রাইভে| ফেরার পথেই জনরোষের মুখে পড়েন তাঁরা| গ্রামের রাস্তায় নিজেদের কিছু ছবি তুলছিলেন তাঁরা| সেই সময় ওই এলাকায় খেলা করছিল কিছু ছেলেমেয়ে| ভাব জমাতে পকেট থেকে চকলেট বের করে সালাম| ঘটনাটি চোখে পড়ে যায় স্থানীয় কয়েকজন বাসিন্দাদের| এরপরই শুধু গণপিটুনি| গণপিটুনিতে মৃত্যু হয় মহম্মদ আজম-এর| আরও দু’জন গুরুতর আহত হয়েছেন|