নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ১৪ জুলাই ৷৷ সাধারণ বচসাকে কেন্দ্র করে গতকাল রাতে কৈলাসহর রাঙ্গাউটি গ্রামের লোকমান আলী খাদিমের অটো রিক্সা পুড়িয়ে দেয় দুইজন দুসৃকতিকারী৷ কৈলাসহর ইরানি থানায় লোকমান অভিযোগ করেছেন দুই জনের বিরুদ্ধে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করছে৷ টিআর-০২বি-৪০৪৩ নং অটো রিক্সাটি মাইনোরটি স্কিমে গত ২২-৭-১৭ ইং তারিখে সরকার থেকে লোকমান আলি খাদিম পায়৷ গতকাল গভীর রাতে অটোটি জ্বালিয়ে দিলে বর্তমানে সে অসহায় হয়ে পড়ে৷ সময় মতো যদি দমকল বাহিনী না যেতে তা হলে আর অনেক ক্ষয়ক্ষতি হয়ে যেত৷ অটো রিক্সাটিতে তার আধার কার্ড, গেসের পাসবই এমনকি অটোরিক্সার যাবতীয় কাগজ পত্র ছিল৷ এটি পুরোপুরি নাশকতা বলে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে৷ যদিও পুলিশ অভিযুক্ত দুইজনেক এখনো গ্রেপ্তার করেনি৷ তাতে ক্ষোভের সঞ্চার হয়েছে এলাকাবাসীর মধ্যে৷
2018-07-15