নিজস্ব প্রতিনিধি, নতুনবাজার, ১৩ জুলাই৷৷ নাবালিকা গণধর্ষণের অভিযোগে পুলিশ পাঁচ জনকে গ্রেপ্তার করেছে৷ জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা আনুুমানিক সাড়ে পাঁচটা নাগাদ করবুক থানাধীন বৈরাগি দোকান এলাকায় জনৈকা উপজাতি নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ উঠেছে৷ এই অভিযোগের ভিত্তিতে করবুক থানার পুলিশ এখন পর্যন্ত পাঁচ জন যুবককে গ্রেপ্তার করেছে৷ শুক্রবার দুপুরে বৈরাগি দোকান সংলগ্ণ খ্যান্ত দাশ পাড়া ও পাশ্বর্বতী এলাকা থেকে অভিযুক্তদের গ্রেপ্তার করেছে পুলিশ৷ তাদের বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধি ৩৭৬(ডি) ধারায় মামলা রুজু হয়েছে বলে মহকুমা পুলিশ আধিকারীক মনিময় চাকমা জানিয়েছেন৷
2018-07-14