
জানা গিয়েছে, মৃত ওই ছাত্রী বিবিএ-র দ্বিতীয় বর্ষের ছাত্রী। বৃহস্পতিবার বিকেলে কলেজে চলছিল বিপর্যয় মোকাবিলা বাহিনীর প্রশিক্ষণ। তাঁকে তিনতলার কার্নিশের ওপর বসে থাকতে দেখা যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মেয়েটি ভয় পেয়ে নীচে ঝাঁপ দিতে চাইছিলেন না। সেই সময় অধৈর্য্য হয়ে প্রশিক্ষক তাঁকে নীচে ধাক্কা মারেন। তার জেরেই এই দুর্ঘটনাটি ঘটে। দোতলার সানশেডে তার মাথা ধাক্কা খায়। ফলে মেয়েটি নীচে থাকা জালের বদলে, মেঝেতে গিয়ে পড়ে। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্সকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনায় বিপর্যয় মোকাবিলা প্রশিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করেছে পুলিশ। গোটা ঘটনার ফুটেজ ভাইরাল হয়েছে ইন্টারনেটে। অভিযুক্ত কলেজের সঙ্গে লোকসভার ডেপুটি স্পীকার থাম্বিদুরাইয়ের যোগ মিলেছে।