বাইক চালকদের তান্ডবে পুলিশসহ গুরুতর জখম দুই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা / চড়িলাম, ৭ জুলাই৷৷ রাজ্যজুড়ে বাইক চালকদের তান্ডবে পুলিশ সহ দুইজন গুরুতরভাবে আহত হয়েছেন৷ পৃথকস্থানে দুটি ঘটনায় একজনকে পুলিশ আটক করতে পেরেছে৷ অপর ঘটনায় বাইক চালক ঘটনাস্থলে বাইক ফেলে রেখে পালিয়েছে৷

শনিবার সকালে রাজধানী আগরতলায় আইজিএম চৌমুহনীতে বাইক চালকের ধাক্কায় গুরুতর জখম হয়েছেন ট্রাফিক পুলিশের একজন সাব ইন্সপেক্টর৷ এদিন সকালে আইজিএম চৌমুহনীতে ট্রাফিক পুলিশ বিভিন্ন বাইকের কাগজপত্র পরীক্ষা করছিল৷ এমন সময় একটি বাইককে দাঁড়াতে বলা হলে সে পালাতে গিয়ে সোজা ট্রাফিক পুলিশের সাব ইন্সপেক্টরকে ধাক্কা মারে৷ তাতে সাব ইন্সপেক্টর মহাদেব মজুমদার গুরুতরভাবে আহত হন৷ তাঁর ডান পায়ে ভীষণ আঘাত লেগেছে৷ এই ঘটনায় পুলিশ বাইক চালক রাণা দাসকে আটক করেছে৷

এদিকে, উদয়পুর থেকে আগরতলা ফেরার পথে চড়িলামে বাইকের ধাক্কায় এক পথচারী গুরুতরভাবে আহত হয়েছেন৷ জানা গেছে, এদিন সন্ধ্যায় টিআর-০১-জে-৫৪৮১ নম্বরের বাইকে করে দুইজন উদয়পুর থেকে আগরতলায় ফিরছিলেন৷ চড়িলাম বনকুমারী এলাকায় পথচারী বিকর্ণ দেবনাথ(৪২)কে বাইকটি পেছন থেকে ধাক্কা দেয়৷ তাতে তিনি গুরুতরভাবে আহত হন৷ সঙ্গে সঙ্গে তাকে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তার অবস্থা দেখে হাপানিয়া ত্রিপুরা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন৷ এদিকে, এই ঘটনায় বাইক ফেলে রেখে চালক সহ আরোহী পালিয়ে গেছে৷ পুলিশ বাইকের রেজিস্ট্রেশন নম্বর থেকে চালকের ঠিকানা খুঁজে বের করার চেষ্টা করছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *