নয়াদিল্লি, ৮ জুলাই (হি.স.) : দিল্লি-হাওড়া রাজধানী এক্সপ্রেসে ভুয়ো বোমাতঙ্কের ঘটনায় এক ব্যক্তিকে আটক করল রেল পুলিশ। আটক হওয়া ব্যক্তির নাম সুপ্রিয় মুখার্জি। বাড়ি দক্ষিণ কলকাতার বেহালায়। তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে। ফোন কল ট্রেস করে সুপ্রিয় মুখার্জিকে আটক করে রেল পুলিশ। তার কোনও ক্রাইম রেকর্ড রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
শনিবার বোমাতঙ্কের জেরে চাঞ্চল্য ছড়ায় দিল্লি-হাওড়া রাজধানী এক্সপ্রেসে। দিল্লি থেকে ছাড়ার কিছুক্ষণের মধ্যে এই বোমাঙ্ক ছড়ায়। উত্তরপ্রদেশে গাজিয়াবাদ স্টেশনে তড়িঘড়ি করে ট্রেনটিকে থামানো হয়। জিআরপি, আরপিএফ এবং গাজিয়াবাদ পুলিশের যৌথ উদ্যোগে দিল্লি-হাওড়া রাজধানী এক্সপ্রেসে তল্লাশি অভিযান শুরু করা হয়। কিন্তু কোনও বোমা পাওয়া যায়নি। জেরায় সুপ্রিয়বাবু বলেন, নিজের স্ত্রীকে নিয়ে পাতিয়ালা থেকে তারা দিল্লির দিকে যাচ্ছিল রাজধানী এক্সপ্রেস ওঠার জন্য। কিন্তু দেরি করে স্টেশনে পৌঁছনোর ফলে ট্রেনটিতে তারা উঠতে পারেনি। ফলে রাজধানী এক্সপ্রেসকে আটকানোর জন্য তিনি ফোন করে ভুয়ো বোতাঙ্কের খবর ছড়ায়। তার জেরে ওই ট্রেনে থাকা যাত্রীদের চরম দুর্ভোগের মুখে পড়তে হয়।
দিল্লি রেল পুলিশের ডিসিপি পারভেজ় আহমেদ জানিয়েছেন, ধৃত ব্যক্তির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে।