জলের জন্য পথ অবরোধ

নিজস্ব প্রতিনিদি, চড়িলাম, ৭ জুলাই ৷৷ পানীয় জলের দাবী জানানো সত্ত্বেও সমস্যা সমাধান না হওয়ায় এক প্রকার বাধ্য হয়ে পথ অবরোধে নামলেন বিশালগড় থানাধীন নেহাল চন্দ্রনগর ঘনিয়ামারার ৪নং ওয়ার্ডের এলাকাবাসীরা৷ বহুদিন যাবৎ এলাকার পাম্প মেশিনটি বিকল হয়ে পরে আছে৷ নেই কোন সারাইয়ের উদ্যোগ৷ অভিযোগ পাম্প মেশিনের দায়িত্বে থাকা অপারেটর দায়সারা মনোভাব নিয়ে তার দায়িত্ব পালন করেন৷ অন্যদিকে বিদ্যুতের সমস্যাও পিছু ছাড়ছে না এলাকায়৷ ট্রান্সমিটার থাকা সত্ত্বেও প্রায়শই বিকল হয়ে পরে থাকে৷ এর স্থায়ী সমাধান না করে জোড়াতালির উপর এক প্রকার নির্ভর করছে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *