
সেন্ট্রাল রেলওয়ের উচ্চপদস্থ এক কর্তা জানিয়েছেন, ‘শুক্রবার ভোররাত ২.৪৪ মিনিট নাগাদ খণ্ডলা রেল স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে ঢোকার সময় আচমকাই লাইনচ্যুত হয়ে যায় ১১০৪৩ এলটিটি-মাদুরাই এক্সপ্রেসের সিটিং-কাম-লাগেজ রেক (এসএলআর)| সেই সময় ট্রেনটি অত্যন্ত ধীর গতিতে থাকায়, কোনও যাত্রীই আহত হননি|’ রেলের উচ্চপদস্থ ওই কর্তা আরও জানিয়েছেন, ‘মাদুরাই এক্সপ্রেস বেলাইন হয়ে যাওয়ার খবর পাওয়া মাত্রই দুর্ঘটনাস্থলে ছুটে যান রেলের পদস্থ কর্তা ও ইঞ্জিনিয়াররা| বেলাইন হয়ে যাওয়া স্লিপার কামরার যাত্রীদের পাশ্ববর্তী কামরা বসানোর ব্যবস্থা করা হয়| এরপর সকাল ছ’টা নাগাদ গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয় মাদুরাই এক্সপ্রেস| পুণে থেকে ট্রেনটি প্রস্থান করে সকাল আটটা নাগাদ|’
সেন্ট্রাল রেলওয়ের প্রধান মুখপাত্র সুনীল উদাসি জানিয়েছেন, রেল দুর্ঘটনার জেরে চারটি ট্রেন বাতিল করা হয়েছে| যে সমস্ত ট্রেন বাতিল করা হয়েছে সেগুলি হল-৫১৩১৭/৫১৩১৮ কারজাট-পুণে-কারজাট প্যাসেঞ্জার, ১২১২৭/১২১২৮ সিএসএমটি-পুণে-সিএসএমটি ইন্টারসিটি এক্সপ্রেস, ১১০১০/১১০০৯ পুণে-সিএসএমটি-পুণে সিংহগড় এক্সপ্রেস এবং ১২১২৬/১২১২৫ পুণে-সিএসএমটি-পুণে প্রগতি এক্সপ্রেস| কি কারণে লাইনচ্যুত হল মাদুরাই এক্সপ্রেস, তা তদন্ত করে দেখা হচ্ছে|