নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জুলাই৷৷ জোট সঙ্গি আইপিএফটি ফের চিন্তা বাড়ালো বিজেপির৷ লোকসভা নির্বাচনে দুটি আসনে আইপিএফটি একাই
প্রতিদ্বন্দ্বিতা করবে বলে সিদ্ধান্ত নিয়েছে৷ কারণ, জোট শরীকের সাথে কোনও আলোচনা ছাড়াই বিজেপি লোকসভা নির্বাচনের লক্ষ্যে দুটি আসনের জন্য দুটি কমিটি গঠন করেছে৷ তাতেই আইপিএফটি ভীষণ চটেছে৷ সে জন্যই এই সিদ্ধান্ত বলে সোমবার সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, আইপিএফটির সহকারী সাধারণ সম্পাদক মঙ্গল দেববর্মা৷
শুধু লোকসভা নির্বাচন নয়, ব্লক ভাগাভাগির বিষয়টি নিয়েও জোটে ঝামেলা এখনো শেষ হয়নি৷ সাথে যোগ হয়েছে বিভিন্ন কর্পোরেশনের দায়িত্ব ভাগাভাগির বিষয়টিও৷ এদিন মঙ্গল দেববর্মার কথায়, ৪১টি ব্লকের মধ্যে ২৭টি ব্লকে বিএসসি চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে৷ ওই সময় জোট শরীক আইপিএফটির দাবি বিজেপি মেনে নেয়নি৷ তার বক্তব্য, ৪১ টি ব্লকের মধ্যে অন্তত ২০ টি ব্লকের দায়িত্ব আইপিএফটিকে দেওয়ার জন্য তালিকা পাঠানো হয়েছিল৷ কিন্তু, বিজেপি সেই তালিকা থেকে অনেককেই বাছাই করেনি৷ বিশেষ করে লেফুঙ্গা এবং কিল্লা আইপিএফটির গড় হওয়া সত্বেও বিএসসি চেয়ারম্যান বিজেপি থেকে নিযুক্তি দেওয়া হয়েছে৷ তার কথায়, শরীক দলের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা এবং ঐক্যমতের ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া উচিত৷ সেই কথা বিজেপিকে মনে করেয়ি দিয়ে মঙ্গল দেববর্মার দাবি বাকি ১৪টি ব্লকের বিএসসি চেয়ারম্যান আইপিএফটি থেকে নিযুক্তি দেওয়া হোক৷
সাথে তিনি যোগ করেন, বিভিন্ন পিএসইউ, কর্পোরেশন গুলিতেও চেয়ারম্যানের নিযুক্তি চলছে৷ সেখানেও জোট শরীক আহ পি এফ টিকে প্রধান্য দেওয়া উচিত৷ সেক্ষেত্রে অতিশীঘ্রই দ্বিপাক্ষিক বৈঠকের মাধ্যমে বিজেপি ও আইপিএফটি মিলে পিএসইউ এবং কর্পোরেশন গুলির ক্ষমতার হস্তান্তর করা হোক৷
এদিন মঙ্গল দেববর্মা জানিয়েছেন, আইপিএফটির উচ্চ পর্যায়ের কর্ডিনেশন কমিটির অনুমতি ক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরার সাধারণ আসনে এবং পূর্ব ত্রিপুরার উপজাতি সংরক্ষিত আসনে আইপিএফটি একা প্রতিদ্বন্দ্বিতা করবে৷ মঙ্গল দেববর্মার কথায়, সম্প্রতি বিজেপি ওই দুটি আসনের জন্য পৃথক দুটি কমিটি গঠন করেছে৷ অথচ জোট শরীক আইপিএফটির সাথে লোকসভা নির্বাচন নিয়ে বিজেপি কোনও আলোচনা করেনি৷ তাই, লোকসভা নির্বাচনে জোটের বদলে পৃথক ভাবে প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত নিয়েছে আইপিএফটি৷ অবশ্য, রাজ্য সরকার পরিচালনায় এই সিদ্ধান্ত কোনও প্রভাব ফেলবে না৷ কারণ, রাজ্যে বিজেপি – আইপিএফটি জোট মিলেই সরকার পরিচালনা করবে৷
এদিন তিনি সাংবাদিক সান্তুনু ভৌমিক হত্যা মামলায় সিবিআই তদন্তকে সাধুভাত জানিয়েছে৷ কিন্তু, বিপক্ষের তরফে ষড়যন্ত্র হতে পারে সেই আশঙ্কাও তার রয়েছে৷ তাই তিনি নিরপেক্ষ তদন্তে প্রকৃত দোষীকে খঁুজে বের করা হোক সেই দাবি জানিয়েছেন৷ তিনি মনে করেন, সিবিআই সম্পূর্ণ নিরপেক্ষ ভাবে সাংবাদিক হত্যা মামলায় তদন্ত করবে৷