
সোমবার মুজাফফরনগর জেলার সিভিল লাইন থানার অন্তর্গত শরবত রোড এলাকায় একটি বাতিল সামগ্রীর দোকানে জোরালো বিস্ফোরণ হয়| বিস্ফোরণে মৃত্যু হয় চারজনের, এছাড়াও আহত হয়েছিলেন তিনজন| মৃতদের মধ্যে দু’জন হলেন পথচারী| কি কারণে বিস্ফোরণ, তা জানতে তদন্তভার তুলে দেওয়া হয়েছে উত্তর প্রদেশ পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স (এসটিএফ)-এর হাতে|