ব্রেদা (নেদারল্যান্ডস), ২৪ জুন (হি.স.) : অভিজ্ঞ খেলোয়াড় সর্দার সিংয়ের তিনশোতম আন্তর্জাতিক ম্যাচে দুর্দান্ত জয় পেল ভারতীয় দল। রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফি হকির দ্বিতীয় ম্যাচে অলিম্পিক চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়ে দিলেন সর্দাররা। গোলদাতা হরমনপ্রীত সিং ও মনদীপ সিং। শনিবার প্রথম ম্যাচে পাকিস্তানকে ৪-০ উড়িয়ে দেওয়ার পর রবিবার দ্বিতীয় ম্যাচেও জয় পেয়ে ভাল জায়গায় থাকল ভারতীয় দল। ভারতীয় কোচ হরেন্দ্র সিং ম্যাচের আগেই বলেছিলেন, ‘প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করাটা খুব গুরুত্বপূর্ণ। তাতে গোটা দলটাই বাকি টুর্নামেন্টের আগে ছন্দ ধরে ফেলতে পারবে।’ ঠিক সেটাই হল। প্রথম থেকেই আক্রমণের ছন্দে দেখা গেল ভারতীয় দলকে। এদিনের ম্যাচে ১৭ মিনিটে পেনাল্টি কর্নার থেকে প্রথম গোল করে ভারতীয় দলকে এগিয়ে দেন হরমনপ্রীত। ২৮ মিনিটে ব্যবধান বাড়ান মনদীপ। ৩০ মিনিটে আর্জেন্টিনার হয়ে একমাত্র গোল করেন গঞ্জালো পেইলাত। বুধবার পরের ম্যাচে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারতীয় দল।
2018-06-24