উপত্যকায় ফের সেনা-জঙ্গির গুলির লড়াইয়ে দুই জঙ্গি খতম

কুলগাম, ২৪ জুন (হি.স.) : উপত্যকায় জঙ্গি দমনে সেনা অভিযানে রবিবারে ফের সেনার গুলিতে নিহত দুই জঙ্গি৷ এখনও চলছে সেনা জঙ্গি গুলির লড়াই৷ কাশ্মীরের কুলগামে চলছে লড়াই৷ দক্ষিণ কাশ্মীরের কুলগামের একটি জঙ্গলে লুকিয়ে জঙ্গিরা৷ রবিবার দুপুর থেকে শুরু হয়েছে সেনা-জঙ্গি গুলির লড়াই৷
খবর অাসে, কুলগামের কাইমো গ্রামের চিদ্দরে লুকিয়ে রয়েছে জঙ্গিরা৷ সেনা সূত্রে খবর, ৩ থেকে ৪ লস্কর জঙ্গি ধরতে সফল হয় সেনা৷ বাকিদের খোঁজে তল্লাশি অভিযান জারি রাখে সেনা৷ সূত্রের খবর, উত্তর কাশ্মীরের তুলনায় দক্ষিণ কাশ্মীরে জঙ্গিদের অনুপ্রবেশ সবচেয়ে বেশি৷ গোটা উপত্যকা জুড়ে মোট ২৫০ থেকে ২৭৫ জন জঙ্গি লুকিয়ে রয়েছে৷ কাশ্মীর পুলিশ ও সেনার যৌথ উদ্যোগে চলছে জঙ্গি অভিযান৷ জঙ্গিদের খোঁজে মূলত প্রত্যন্ত জঙ্গলে তল্লাশি চালাচ্ছে সেনা ৷
ধৃত জঙ্গিদের পরিচয় জানার চেষ্টা চলছে৷ জঙ্গি দমনে অল আউট মিশনে নেমেছে ভারতীয় সেনা৷ উপত্যকার পরিস্থিতি সেনা-পুলিশের তৎপরতার উপর অনেকটাই নির্ভরশীল৷ সেক্ষেত্রে, উপত্যকাবাসীর সুরক্ষার কথা মাথায় রেখেই চলছে জঙ্গি দমন অভিযান৷ তাই ব্যস্ত এলাকায় জঙ্গিদের হামলা রুখতেও বিশেষ নজর দিচ্ছে সেনা বলে সেনা সূত্রে জানান হয়েছে৷ কুলগামে কাইমো এলাকার বাইরেও লুকিয়ে থাকতে পারে জঙ্গিরা৷ তাই কাইমো গ্রামের বাইরেও জারি সেনা অভিযান৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *