কদমতলায় রাস্তা সংস্কারের দাবিতে অবরোধ

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ২২ জুন৷৷ পূর্ত দপ্তরের দুই বিভাগের মধ্যে মতভেদের জেরে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনায় কাজ বন্ধ হয়ে রয়েছে৷ ফলে কদমতলা থেকে রানিবাড়ি যাওয়ার রাস্তাটি খানাখন্দে পরিনত হয়েছে৷ তাই শুক্রবার আমতলা বাজারে পথ অবরোধ করেন অটো চালক ও এলাকাবাসী৷ খবর পেয়ে ছুটে আসেন পূর্ত দপ্তরের এসডিও অভিজিৎ দে এবং এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার কৃষাণ দে৷ কিন্তু তাঁরা অবরোধ স্থলে উত্তেজিত জনতার ক্ষোভের মুখে পড়েন৷ দীর্ঘ সময় অবরোধকারীদের বোঝানোর পর এই রাস্তাটি অতি শীঘ্রই সংস্কার করা হবে  এই প্রতিশ্রুতিতে তারা অবরোধ প্রত্যাহার করেন৷

অভিযোগে জানা গেছে, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার অন্তগত এই রাস্তাটির সংস্কারের জন্য টেন্ডার ডাকা হলেও কোন ঠিকাদার কাজ নিতে চাইছিলেন না৷ শংকর চৌধুরী নামে এক ঠিকাদার কাজের দায়িত্ব নিলেও মাত্র ২০ শতাংশ সংস্কার করেছেন৷ পূর্বতন সরকারের আমলে এই রাস্তাটি নির্মানের জন্য ৬ কোটি ৪৭ লক্ষ ৪৬ হাজার টাকা বরাদ্দ হয়েছিল৷ এর মধ্যে সংস্কার বাবদ ৫ বছরে ৮৮ লক্ষ টাকা খরচ দেখানো হয়েছে৷ সবচেয়ে অবাক করার বিষয় হলো, কাজ অসম্পূর্ণ রেখেই রাস্তা সংস্কার হয়েছে বলে সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছে পূর্ত দপ্তর৷ স্থানীয় জনগনের প্রশ্ণ, রাস্তা সংস্কারের নামে এত টাকা কোথায় খরচ হয়েছে? স্থানীয় জনগন এই রাস্তাটির দ্রুত সংস্কারের দাবি জানিয়েছে৷ এদিন অবরোধ চলাকালীন অবরোধকারীরা রাস্তায় টায়ার পুড়িয়ে বিক্ষোভ দেখিয়েছেন৷ পূর্ত দপ্তরের দুই আধিকারীককে সেখানে ঘেরাও করে রেখেছিলেন অবরোধকারীরা৷ অবশেষে রাস্তা সংস্কারের প্রতিশ্রুতির ভিত্তিতে অবরোধ প্রত্যাহৃত হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *