বন্যা পরবর্তী আন্ত্রিক এবং ডায়ারিয়ার প্রাদুর্ভাব , সর্প-দংশনে মহিলার মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন৷৷ রাজ্যের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে। প্রধান নদীগুলি থেকে জল বিপ সীমা থেকে নামতে শুরু করেছে। ত্রাণ ও পুনর্বাসন দফতর সূত্রে জানা গেছে, জল নামছে বাড়িঘর থেকেও। বন্যা পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে উত্তর ও কৈলাসহর ভিন্ন উনকোটি জেলায়। তাছাড়া কুমারঘাট, খোয়াই, তেলিয়ামুড়া প্রভৃতি জেলাগুলিতেও বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। জনজীবন ফিরছে স্বাভাবিক ছন্দে।

বন্যা পরিস্থিতি উন্নতি হওয়ার দরুন শরণার্থী শিবির ছাড়তে শুরু করেছেন বন্যা পীড়িতরা। এদিকে কৈলাসহর ও কুমারঘাটে মহকুমা প্রশাসনের তরফে এখনও ত্রাণ সামগ্রী বিলি করা হচ্ছে। এর পাশাপাশি শুরু হয়েছে হেলথ ক্যাম্প। যদিও বন্যার জল নামতেই বিভিন্ন জেলাষ় আন্ত্রিক, ডায়ারিয়া ছড়িয়ে পড়েছে। ফলে হাসপাতালে রোগীর ভিড় বাড়তে শুরু করেছে। তবে স্বাস্থ্য পরিষেবা টিম সজাগ আছেন। তাঁরা নিয়মিতভাবে রোগীদের স্বাস্থ্য পরিষেবা দিয়ে যাচ্ছেন। আন্ত্রিক এবং ডায়ারিয়ায় সব থেকে বেশি আক্রান্ত কাঞ্চনপুর।

জানা গেছে, কাঞ্চনপুর মহকুমার বিস্তীর্ণ এলাকায় আন্ত্রিক এবং ডায়ারিয়ার প্রাদুর্ভাব পড়েছে। বিশেষ করে কাঞ্চনছড়া, চণ্ডীপুর, জামরায়পাড়া, শিবনগরপাড়ায় আন্ত্রিক ও ডায়ারিয়ার প্রাদুর্ভাব সব থেকে বেশি দেখা দিয়েছে বলে মহকুমা প্রশাসন সূত্রে জানা গেছে।

বর্তমানে আন্ত্রিক ও ডায়ারিয়ায় আক্রান্ত রোগীদের কাঞ্চনপুর জেলা হাসপাতালে চিকিৎসা চলছে। একই সঙ্গে বন্যার জল নামার পর সাপের উপদ্রবও দেখা দিয়েছে। বন্যার জল নেমে যাওয়ার পর এখন ঘরে ঘরে সাপ। ইতিমধ্যেই সর্প-দংশনে এক মহিলার মৃত্যু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *