
সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (গ্রামীণ) প্রদু্যমান সিং জানিয়েছেন, শনিবার সকালে মহারাজপুরের সন্নিকটে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে অবস্থিত অস্থায়ী বাড়িতে ভিতরে ঢুকে পড়ে একটি মাটিবোঝাই ট্রাক| সেই সময় ঘুমিয়েছিলেন একই পরিবারের বেশ কয়েকজন সদস্য| ঘুমের মধ্যেই মৃত্যু ছ’জনের, এছাড়াও গুরুতর আহত হয়েছে চারজন| দুর্ঘটনায় নিহতদের নাম হল, কাল্লু কুরেশি (৫৫), তাঁর ছেলে ওয়াসিম কুরেশি, পুত্রবধূ ইয়াসমিন (২৩), কন্যা শামিমুন (১৮) এবং নাতনি জারিনা (১৬) এবং সোহানা (১৪)| গুরুতর আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে কাশিরাম ট্রাম সেন্টার এবং লাল লাজপত রায় (এলএলআর) হাসপাতালে ভর্তি করা হয়েছে| মামলা রুজু করে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ|