প্যারিস, ১০ জুন (হি.স.) : রবিবার ফরাসি ওপেনের ফাইনালে নাদাল-থিয়েম মুখোমুখি হচ্ছেন। এবার রাফায়েল নাদাল তাঁর ক্যারিয়ারের ১৭তম শিরোপা জয়ের শেষপ্রান্তে দাঁড়িয়ে অাছেন। ফরাসি ওপেনে আর্জেন্টাইন টেনিস তারকা হুয়ান দেল পেত্রোকে হারিয়ে ফাইনালে পৌঁছান রাফায়েল নাদাল। রোলা গাঁরোর ‘রাজা’ বলা হয় নাদালকে। এখানে ১০ বার ফাইনাল খেলে প্রতিবারই শিরোপা জয় করেছেন তিনি। এবার ১১তম শিরোপা জয়ের পথেই হাঁটছেন টেনিসের এই জীবন্ত কিংবদন্তি। নাদালের শিরোপা জয়ের পথে সবচেয়ে বড় বাঁধা ভাবা হচ্ছিলো এই দেল পেত্রোকে। কিন্তু আড়াই ঘণ্টার লড়াইয়ে আর্জেন্টাইন তারকাকে পাত্তাই দেননি নাদাল। ফাইনালে ওঠার পথে দেল পেত্রোকে ৬-৪, ৬-১ ও ৬-২ গেমে হারিয়েছেন। অাজ রবিবার নিজের ১৭তম গ্র্যান্ডস্লাম শিরোপা জয়ের লক্ষ্যে অস্ট্রিয়ার শীর্ষ বাছাই ডমিনিক থিয়েমের মুখোমুখি হবেন নাদাল। ক্যারিয়ারে এটি তার ২৪তম গ্র্যান্ড স্লাম ফাইনাল।
2018-06-10