
এয়ারসেল-ম্যাক্সিস অর্থ তছরুপ মামলায় মঙ্গলবারই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-এর দফতরে হাজিরা দিয়েছেন পালানিয়াপ্পন চিদম্বরম| সকাল ১০.৫৮ মিনিট নাগাদ পি চিদম্বরম ও তাঁর আইনজীবী ইডি-র দফতরে আসেন| সূত্রের খবর, প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট (পিএমএলএ)-এর অধীনে চিদম্বরমের বয়ান রেকর্ড করতে পারে ইডি| প্রসঙ্গত, গত ৩০ মে এয়ারসেল-ম্যাক্সিস মামলায় সাময়িক স্বস্তি পান প্রবীণ কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পালানিয়াপ্পন চিদম্বরম| ওই মামলার পরবর্তী শুনানি আগামী ৫ জুন, এযাবত্ গ্রেফতার করা যাবে না চিদম্বরমকে, এমনটাই জানিয়েছিল বিশেষ সিবিআই আদালত|