
ঊর্ধ্বতন এক পুলিশ কর্তা জানিয়েছেন, সোমবার সকালে সোপিয়ান জেলার তুর্কওয়াঙ্গাম গ্রাম সংলগ্ন এলাকা থেকে যাচ্ছিল সেনাবাহিনীর ৪৪ রাষ্ট্রীয় রাইফেলসের একটি ক্যাসপার গাড়ি| ঘড়ির কাঁটায় সকাল তখন ৭.৫০ মিনিট হবে, আচমকাই জোরালো বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা| আইইডি বিস্ফোরণে গুরুতর আহত হন সেনাবাহিনীর ৪৪ রাষ্ট্রীয় রাইফেলসের তিনজন| গুরুতর আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে| বিস্ফোরণের পরই গোটা এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী|